আকাশ লাল হয়ে এসেছে ইতিমধ্যেই। রবিবারেও ফের রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস। জোড়া ঘূর্ণাবর্তের কারণেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যেই জারি করা হয়েছে কমলা সতর্কতা। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা। এর জেরে বিরাট ক্ষতি হতে পারে ফসলের। এই ঝড় বৃষ্টির জেরে কলকাতা বিমানবন্দরে ৪টি উড়ান নামানো সম্ভব হয়নি।
ISF-TMC Clash: ভাঙড়ে ফের আইএসএফ-তৃণমূল সংঘর্ষ, গ্রেফতার ৪
জোড়া ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে রাজ্যে ঢুকছে জলীয়বাষ্প। যার জেরে রবিবার থেকে আগামী ৩রা মে পর্যন্ত একাধিক জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। ইতিমধ্যেই বাজ পড়ে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে জেলায় জেলায়।