শনিবার থেকে প্রথা মেনে শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জন। এবার উমার ঘরে ফেরার পালা। রবিবার সকালে রোদের মুখ দেখা গেলেও, বেলা বাড়তেই কলকাতার আকাশ মেঘলা। বিজয়া দশমীর দিন বিকেল গড়াতেই একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দশমীর দিন তাপমাত্রা স্বাভাবিকের উপর থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি থাকবে।
আর দুদিনের মধ্যে রাজ্য থেকে বর্ষা বিদায় নেবে। আগামী সপ্তাহ থেকে আবহাওয়া শুষ্ক হবে। তবে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে। এই ঘূর্ণাবর্ত কতটা শক্তিশালী হবে, তার দিকে নজর রাখছে হাওয়া অফিস। আবহাওয়াবিদদের মতে, চেন্নাই উপকূলের দিকে এই ঘূর্ণাবর্তের প্রভাব পড়বে।
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদীয়াতে এই ঘূর্ণাবর্তের জেরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। সোমবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া পরিবর্তন শুরু হয়ে যাবে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় সপ্তাহের শুরুতে বৃষ্টি হতে পারে। তবে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। রবিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা। কয়েকটি এলাকায় সামান্য বৃষ্টি হবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলিসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
রবিবার উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস আছে। তবে সব জেলায় বৃষ্টি হবে না। দার্জিলিং, কালিম্পিয়ে পার্বত্য অঞ্চলে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা বৃষ্টি হতে পারে।