এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হতেই ঘটনা সম্পূর্ণ অন্যদিকে মোড় নিয়েছে। আর এরপরেই গুঞ্জন, তবে কী এবার মোনালিসা দাসের পালা?
জানা গিয়েছে, মোনালিসাও পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত। মোনালিসার নামে অন্তত ১০টি ফ্ল্যাটের হদিশ পেয়েছে ইডি। অভিযোগ, পার্থ চট্টোপাধ্যায়ের দাক্ষিণ্যেই ২০১৪ সালে আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে যোগ দেন তিনি। বর্তমানে ওই বিশ্ববিদ্যালয়েই বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত মোনালিসা।
সূত্রের খবর, অধ্যাপক হিসেবে মোনালিসার নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছিল। প্রভাব খাটিয়ে তিনি চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ। আর সেই নিয়োগের পিছনেও নাকি পার্থ চট্টোপাধ্যায়ের বিশেষ ভূমিকা ছিল। বর্তমানে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চোখ রাখলে দেখা যাবে, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবেই রয়েছে মোনালিসা দাসের নাম। ইডি-র নজরে যে মোনালিসা দাস রয়েছেন, তিনিই এই অধ্য়াপিকা বলে জানা যাচ্ছে। অভিযুক্ত মোনালিসা দাসের বাড়ি শান্তিনিকেতনে।