কোভিড শূন্য রাজ্য (West Bengal Covid Update) । গত ২৪ ঘণ্টার হিসেব-নিকেশ সেরকমই বলছে । ২০২০ সালের জানুয়ারির পর রাজ্যে এই প্রথম দৈনিক কোভিড আক্রান্তের (daily covid case is Zero) সংখ্যা শূন্য । গত ২৪ ঘণ্টায় কারও কোভিড ধরা না পড়ায় মৃত্যুও শূন্য ।
রবিবার রাজ্যের স্বাস্থ্যদফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড পরীক্ষা হয়েছে ১,৬৪৪ জনের । তার মধ্যে এক জনেরও কোভিড ধরা পড়েনি । সংক্রমণের হার ০.০ শতাংশ । এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ১৮ হাজার ৫৪৮ জন । রাজ্যে কোভিডে মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৫৩১ জনের। রাজ্যে সুস্থতার হার ৯৮.৯৮ শতাংশ । এই মুহূর্তে রাজ্যে সক্রিয় রোগী রয়েছেন ৪৪ জন । কোভিডের এই পরিসংখ্যান যে রাজ্যের স্বাস্থ্য দফতরকে স্বস্তি দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না ।
আরও পড়ুন, India Covid19 : কোভিড-যুদ্ধে বিরাট সাফল্য, দু বছরে এই প্রথম মৃত্যু শূন্য় ভারত
রবিবার রাজ্যে কোভিড টিকা নিয়েছেন ৪৩৪ জন । রাজ্যে এখনও পর্যন্ত কোভিড টিকার প্রথম ডোজ নিয়েছেন ৭ কোটি ৩০ লক্ষ ৪০ হাজার ২২৬ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬ কোটি ৪৯ লক্ষ ৫৮ হাজার ৩৮৫ জন। প্রিকশন ডোজ নিয়েছেন ১ কোটি ৫৩ লাখ ৫৫ হাজার ১০৬ জন ।