ইংল্যান্ডের সারেতে বিবিসির একটি সিরিজের জন্য শুট করছিলেন প্রাক্তন ব্রিটিশ ক্রিকেটার অ্যান্ড্রু ফ্লিনটফ। সেই সময়েই এক গাড়ি দুর্ঘটনায় ভয়াবহ চোট পেলেন তিনি। চোটের পরেই তড়িঘড়ি এয়ারলিফট করে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। শ্যুটিংয়ের সময় স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হয়েছিল। আপাতত শ্যুটিং স্থগিত রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, ফ্রেডি ক্রমে সুস্থ উঠছেন। বড় কোনও আঘাত লাগেনি তাঁর। ফ্লিনটফ খুব জোরে গাড়ি চালাচ্ছিলেন না বলেও জানানো হয়েছে।
বিবিসি-র এক মুখপাত্র সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছে, Top Gear টেস্ট ট্র্যাকে একটি দুর্ঘটনায় আহত হয়েছেন ফ্রেডি (ফ্লিনটফ)। সঙ্গে সঙ্গে তাঁর প্রাথমিক চিকিৎসা করে ক্রুর সঙ্গে থাকা চিকিৎসকদল। উন্নত চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছিলেন ফ্লিনটফ। সেই সময়ও বিবিসি-র এই অনুষ্ঠানের শুটিং চলছিল।
২০১০ সালে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ২০১৯ সালে Top Gear-এর হোস্ট হিসেবে যোগ দেন ফ্লিনটফ। এর পর থেকে একাধিক বারই দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি।