১০০ শতাংশ, অর্থাৎ দ্বিগুণ বাড়ানো হচ্ছে প্রাক্তন ক্রিকেটারদের পেনশন। বিসিসিআই এর তরফে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার টুইটারে বোর্ড সচিব জয় শাহ (Jay Shah) লেখেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে মহিলা এবং পুরুষ ক্রিকেটার এবং ম্যাচ অফিসিয়ালদের মাসিক পেনশন বাড়ানো হচ্ছে। মোট ৯০০ জন এই বর্ধিত পেনশনের আওতায় পড়বেন। এবং ৭৫ শতাংশ পেনশনারের অবসরকালীন ভাতা বাড়বে ১০০ শতাংশ!” তাঁর টুইটেই স্পষ্ট, ক্রিকেটারদের পাশাপাশি এই তালিকায় থাকছেন স্কোরার, পরিসংখ্যানকারী-সহ ম্যাচের সঙ্গে যুক্ত আধিকারিকরা।
প্রসঙ্গত, এদিনই টিভি এবং ডিজিটাল প্ল্যাটফর্মে আইপিএলের (IPL Media Rights) ম্যাচ দেখানোর স্বত্ত্ব বিরাট অঙ্কে বিক্রি হয়েছে। সোনিকে পিছনে ফেলে ফের টিভিতে আইপিএল দেখানো স্টারেই (Star Sports)। ডিজিটাল স্বত্ত্ব পেয়েছে ভায়াকম ১৮।