সোমবার রাতের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৪ গোল দিয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে ব্রাজিল (Brazil)। স্বভাবতই উচ্ছ্বাসে ফেটে পড়েছে স্টেডিয়াম। অন্যদিকে, ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে ভর্তি হাসপাতালে। বয়স ৮২, ফুটবলারের শারীরিক অবস্থা নিয়ে নানা ভালো-মন্দ খবর আসছে সামনে। সোমবার রাতে ব্রাজিলের জয়ে সামিল হলেন পেলেও। স্টেডিয়াম ৯৭৪-এ পেলের নাম লেখা ব্যানার হাতে নিয়ে দাঁড়ালেন ব্রাজিলের ফুটবলার৷
আরও পড়ুন: কাতার বিশ্বকাপে অভিনব রেকর্ড ব্রাজিলের
হাসপাতাল থেকেই খেলা দেখবেন বলে জানিয়েছিলেন পেলে। কিন্তু এদিন স্টেডিয়ামে ছেয়ে গেলেন পেলে। বর্ষীয়ান ফুটবলারের ছবি, নাম লেখা ব্যান্ডে সেজে উঠল গ্যালারি৷ পেলের সুস্থতা কামনা করেছেন ব্রাজিলিয়ান সমর্থকেরা।
দক্ষিন কোরিয়ার বিরুদ্ধে ব্রাজিল খেলতে নামার আগেই পেলে টুইট করেন। সঙ্গে দেন ১৯৫৮ সালের বিশ্বকাপের একটি ছবি। তিনি লেখেন, ‘‘১৯৫৮ সালে আমি রাস্তায় হাঁটার সময় ভাবতাম কী ভাবে বাবাকে দেওয়া কথা রাখব। আমি জানি, তোমাদের মধ্যেও অনেকে নিজেদের বাবাকে দেওয়া কথা রাখতে চাও। কথা রেখ।’’