৯ উইকেট পড়ে যাওয়ার পর দাঁতে দাঁত চেপে লড়াই। ঢাকায় প্রথম ওয়ানডে ম্যাচে ভারতকে হারিয়ে নায়ক বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ। তাঁর ৩৯ বলে ৩৮ রানের ইনিংসে তৈরি হল রূপকথা। ১৩৬ রানে ৯ উইকেট হারায় বাংলাদেশ। সেই এক উইকেটও ফেলতে পারল না রোহিত শর্মা ব্রিগেড। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। ৫ উইকেট শাকিব আল হাসানের।
এদিন টসে জিতে শের-ই-বাংলা স্টেডিয়ামে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। বড় রান তুলতে ব্যর্থ হন ভারতীয় ব্যাটসম্যানরা। মাত্র ৪১.২ ওভারে অল-আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। অধিনায়ক রোহিতের ব্যাট থেকে আসে ২৭ রান। মিডল অর্ডারে নেমে কে এল রাহুল করেন ৭৩। ৯ রানে ফেরেন বিরাট কোহলি। ১৮৬ রানে অল-আউট হয়ে যায় ভারত। বাংলাদেশের হয়ে পাঁচ উইকেট তুলে নেন শাকিব।
জবাবে ব্যাট করতে নেমে কোনও ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপও। ৩ উইকেট নেন মহম্মদ সিরাজ। ২টি করে উইকেট নেন অভিষেক করা ক্রিকেটার কুলদীপ সেন ও ওয়াশিংটন সুন্দর। ১৩৬ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। সেখান থেকে টিমকে একার কাঁধে টেনে নিয়ে যান মেহদি হাসান ও মুস্তাফিজুর রহমান। ২৪ বল বাকি থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ।