শুক্রবার থেকে ভাইজ্যাগ টেস্ট শুরু হচ্ছে। আর সেই টেস্টের ২৪ ঘণ্টা আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। জ্যাক লিচ ছিটকে যাওয়ার পর টিমে দুটি পরিবর্তন করেছে টিম। দলে আসছেন শোয়েব বাসির। মার্ক উডের পরিবর্তে টিমে আসছেন জেমস অ্যান্ডারসন।
প্রথম টেস্টে ভিসা সমস্যার জন্য সুযোগ পাননি শোয়েব বাসির। দ্বিতীয় টেস্টে ভাইজ্যাগে ইংল্যান্ড টিমের হয়ে অভিষেক করবেন তিনি। এদিকে প্রথম টেস্টে হারের পর কে এল রাহুল ও রবীন্দ্র জাদেজা ছিটকে গিয়েছেন। দলে সুযোগ পেয়েছেন সরফরাজ খান। ভাইজ্যাগে ভারতের বোলিং আক্রমণকে আরও শক্তিশালী না করলে, ইংল্যান্ডের ব্যাটিংকে প্রতিহত করা যাবে না। নতুন স্ট্র্যাটেজি আনতে পারেন অধিনায়ক রোহিত শর্মা।
ইংল্যান্ড টিম
জ্যাক ক্রলে
বেন ডাকেট
অলি পোপ
জো রুট
জনি বেয়ারস্টো
বেন স্টোকস (অধিনায়ক)
বেন ফোকস
রেহান আহমেদ
টম হার্টলে
শোয়েব বাসির
জেমস অ্যান্ডারসন