শুরুতেই ১ উইকেট হারিয়ে ফেলল বাংলা (Bengal)। ২৩০ রানে পিছিয়ে ব্য়াট করতে নেমেছিল বাংলা। মধ্যাহ্নভোজের (Lunch Break) বিরতির আগেই চেতন সাকারিয়ার বলে স্লিপে খোঁচা দিয়ে আউট হলেন সুমন্ত গুপ্ত।
দ্বিতীয় ইনিংসে বড় রানের লিড নেওয়ার লক্ষ্য বাংলার। ক্রিজে আছেন সুদীপ ঘরামি ও অভিমূন্য ঈশ্বরণ। তৃতীয় দিন ইডেনে ভাল শুরু করেছেন বাংলার বোলাররা।
আরও পড়ুন: শনিবার সকালে বিধ্বংসী বোলিং বাংলার, ২ উইকেট মুকেশ কুমারের
৪ উইকেট পেয়েছেন মুকেশ কুমার। ৩টি করে উইকেট আকাশদীপ সিং ও ইশান পোড়েলের। লক্ষ্মী ও মনোজরা জানিয়েছিলেন, ঘুরে দাঁড়াবে বাংলা। এবার ব্যাটিং পরীক্ষা টিমের। স্কোরবোর্ডে বড় রান তুলতে হবে।