ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলার আগে টিম ইন্ডিয়াকে একপ্রকার সতর্ক করলেন হরভজন সিং। তাঁর বক্তব্য, নিজেদের বিছানো জালেই যেন ফেঁসে না যান টিম ইন্ডিয়া।
২ ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট কেলতে নামছে ভারত। ওই দলে থাকছেন না রাহুল ও জাডেজা। চোটের জন্যই মূলত তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে। এমনকি, বিরাটও আগামী টেস্টে থাকবেন না বলেই জানা গিয়েছে। এই পরিস্থিতিতে ইংল্যান্ডকে হারানো ভারতের সামনে বড়সড় চ্যালেঞ্জ বলেই মনে করছেন হরভজন।
এদিন হরভজন বলেন, "ভারতীয় টিমে ব্যাটিং লাইনআপ তেমন মজবুত নয়। রোহিত আছেন এবং তারপর অশ্বিন রয়েছেন। এই পরিস্থিতিতে ভারত স্পিনিং ট্র্যাকে ইংল্যান্ডকে আক্রমণ করলে বড় বিপদ হতে পারে।"