IPL Auction 2022 : আইপিএলের নিলাম এবার 'গরিব' বাদশার কেকেআর, মোটা টাকা গুজরাত, লখউয়ের হাতে

Updated : Nov 17, 2022 20:52
|
Editorji News Desk

দলে বুড়োদের আর কোনও জায়গা নেই। আগামী বছর আইপিএলের আগে হয়তো এই বার্তাই দিতে চলেছেন প্রতিটি দল মালিক। তাই চেন্নাই থেকে ব্রাভো। হায়দরাবাদ থেকে উইলিয়াসন। আর পাঞ্জাব থেকে নিকোলাস পুরানকে ছেড়ে দেওয়া হল। এরমধ্যে ফের গুঞ্জন উঠল আইপিএল থেকে ধোনির অবসর নিয়ে। যদিও চেন্নাই তা মানতে নারাজ। কোচিতে নিলামের আগে মঙ্গলবার ছিল আইপিএলে নতুন করে ক্রিকেটারদের তালিকা জমা দেওয়া শেষ তারিখ। তাতে দেখা গেল, এবারের নিলামে সবচেয়ে কম টাকা নিয়ে দক্ষিণের শহরে যাবে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। কোচি যাওয়ার আগে ফের ধাক্কা খেয়েছেন নাইটরা। কারণ, তাদের দলের তৃতীয় বিদেশি ইংল্যান্ডের অ্য়ালেক্স হেলসও নাইটদের সংসার ত্যাগের কথা জানিয়ে দিয়েছেন। কোচির নিলামে সবচেয়ে বেশি টাকা থাকবে হায়দরাবাদের হাতে। প্রায় ৪৩ কোটি টাকা নিয়ে নিলামে বসবেন ব্রায়ান লারার দল। কিনতে পারবেন ১৩ জন ক্রিকেটার। 

কত টাকা নিয়ে নিলামে যাবে কেকেআর ? অনেক অঙ্ক কষে দেখা গিয়েছে, মাত্র ৭ কোটি ৫ লক্ষ টাকা নিয়ে কোচিতে হাজির হবেন নাইট কর্তারা। কিনতে পারবেন ১১ জন ক্রিকেটার। তবে পুরো স্কোয়াড আপাতত পূর্ণ হচ্ছে না। মাত্র সাত জন ক্রিকেটারের কেনার খরচ রয়েছে বিরাট কোহলির বেঙ্গালুরু পকেটে। ১৩ কোটির মতো রসদ থাকছে রাজস্থানের কাছে। মাত্র ৯ জন ক্রিকেটারকে কেনার সম্ভাবনা থাকবে। 

গতবারের চ্যাম্পিয়ন গুজরাত জায়েন্ট। হার্দিক পান্ডিয়ার দলের কাছে রসদ ১৯ কোটি ২৫ লক্ষ টাকা। ঘর গোছাতে সাত ক্রিকেটার কিনবে তারা। তুলনায় অনেক বেশি টাকা নিয়ে কোচি যাবে গতবারের রানার্স লখনউ সুপার জায়েন্ট। তাদের হাতে থাকবে ২৩ কোটি ৩৫ লক্ষ টাকা। জেসন হোল্ডারকে ছেড়ে দেওয়ায় সুবিধা পেয়েছে লখনউ। তাই ১০ জন ক্রিকেটার কেনা সম্ভব হবে। 

এছাড়া আইপিএলের দুই কুলীন দল মুম্বই এবং চেন্নাই দুই দলের কাছেই মোটা টাকা থাকছে। আগামী ২৩ ডিসেম্বর কেরলের শহর কোচিতে হবে আইপিএলে নিলাম। বোর্ডের দাবি ছোট করেই নিলাম হবে। কিন্তু বহর যা, তাতে আর ছোট রইল কোথায় ? 

GujaratHyderabadKKRLucknow IPLIPL Auction 2022

Recommended For You

editorji | খেলা

Virat Kohli: পরিবার নিয়ে দেশ ছাড়ছেন বিরাট কোহলি! দাবি শৈশবের কোচ রাজকুমার শর্মার

editorji | খেলা

Indian Cricket: পাকিস্তানেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, তবে নিরপেক্ষ ভেনুতে খেলবে ভারত, ঘোষণা আইসিসির

editorji | খেলা

Ravichandran Ashwin : অবসর নিয়ে রবিচন্দ্রন অশ্বিনের কান্না, গম্ভীরের কী ভূমিকা ছিল জানেন?

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?