রবিবার ইডেনে মেগা লড়াই। ইডেনে কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠে প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। এই ম্যাচে সবুজ-মেরুন জার্সি পরেই নামবেন কে এল রাহুলরা। ম্যাচের আগের দিন সোশ্যাল হ্যান্ডেলে সবুজ-মেরুন জার্সির ছবি পোস্ট করা হয়। ক্যাপশানে লেখা হয়, 'বড় ম্যাচের আগে নতুন রং। কাল দেখা হবে।"
গত বছরও ইডেনের ম্যাচে সবুজ-মেরুন জার্সি পরে মাঠে নামে লখনউ সুপার জায়ান্টস। এবারও নববর্ষের দিনও ইডেনে মেগা ম্যাচে সবুজ-মেরুন জার্সিতে মাঠে দেখা যেতে পারে লখনউ টিমকে। ওই পোস্টে সবুজ-মেরুন জার্সি পরে দেখা যায় অধিনায়ক কে এল রাহুলকে। দেখা যায়, নিকোলামৃস পুরান, ক্রুনাল পান্ডিয়া, রবি বিষ্ণোই, কুইন্টন ডি কক, স্টয়নিস ও নবীন উল হককে।
রবিবার ম্যাচের আগে দুই দলের লড়াই জমে উঠেছে। পয়েন্ট টেবিলে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছেন নাইটরা। একটি ম্যাচ বেশি খেলে ৬ পয়েন্ট লখনউরও।