বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও ভারতের নেতা লোকেশ রাহুল। মঙ্গলবার বিসিসিআই জানিয়ে দিল, এই টেস্টেও খেলতে পারবেন না রোহিত শর্মা। বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজে বুড়ো আঙুলে চোট পেয়েছিল। সেই তাঁকে ছিটকে দিয়েছিল একদিনের সিরিজ থেকে। এবার তার জেরেই দ্বিতীয় টেস্ট থেকেও ছিটকে গেলেন রোহিত। শুধু রোহিত নন, এবার চোটের কবলে টেস্ট দলে থাকা আর এক পেসার নবদীপ সাইনিও। পেটের পেশিতে চোট পাওয়ায় দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন নবদীপ। তাঁকে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যেতে বলা হয়েছে। সেখানে চোট সারিয়ে দলে ফেরার চেষ্টা করবেন তিনি।
পরিস্থিতি যা তাতে বাংলাদেশের মাটিতে টেস্ট সিরিজ হারছে না ভারত। তাই রোহিতকে খেলিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ বোর্ড কর্তারা। কারণ, এরপর ঘরের মাঠে পর পর সিরিজ আছে ভারতের। নিউজিল্যান্ড আসবে, শ্রীলঙ্কা আসবে। তাই মেডিক্যাল টিমের পরামর্শ মেনেই রোহিতকে বিশ্রামেই রাখা হল। বোর্ডের বক্তব্য, শ্রীলঙ্কার বিরুদ্ধে রোহিতকে পুরো ফিট দেখতে চান তারা।
বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশের দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে বিরাট জয় এগিয়ে রাখছে কেএল রাহুলের দলকে। উল্টো দিকে একাধিক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে বাংলাদেশ শিবির থেকেও।