আইপিএলের পর আন্তর্জাতিক ক্রিকেটেও মিলার ঝড় (David Miller) অব্যহত। ঋষভ পন্থের (Rishabh Pant) নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম T20 ম্যাচেই হার টিম ইন্ডিয়ার। ২১১ রান করেও ডিফেন্ড করতে পারল না টিম। মিলার ও ভ্যান ডার ডাসেনের বড় ইনিংসে পাঁচ বল বাকি থাকতেই সাত উইকেটে জয় দক্ষিণ আফ্রিকার।
এদিন টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা (South Africa)। ওপেন করতে নেমে খেলেন ইশান কিষাণ। ৪৮ বলে ৭৬ রান করেন তিনি। অধিনায়ক ঋষভ পন্থ ১৬ বলে ২৯ রান করে ফেরেন। ১২ বলে ৩১ রান করে হার্দিক পান্ডিয়া। স্কোরবোর্ডে ২১১ রান তোলে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকা শিবিরে কোভিডের থাবা, আক্রান্ত ক্রিকেটার আইডেন মারক্রম
জবাবে ব্যট করতে নেমে দুই ওপেনার প্রথমে ফিরলেও, ক্রিজে দাঁড়িয়ে যান রাসি ভ্য়ান ডার ডাসেন ও ডেভিড মিলার। ৪৬ বলে ৭৫ রান করেন ডাসেন। ৩১ বলে ৬৪ রান করে ম্যাচ জিতিয়ে ফেরেন ডেভিড মিলার। ১৯.১ ওভারেই খেলা শেষ করে দ্বিপাক্ষিক সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।