ভক্তরা তাঁকে ডাকেন ভারতের সবচেয়ে দুর্ভাগ্যজনক ক্রিকেটার হিসাবে। কারণ, তাঁর ব্যাটে রান থাকলেও, তাঁকে জাতীয় দলে ডাকা হয় না। ডাকা হলেও বসিয়ে রাখা হয়। আবার সময় মতো তাঁকে ছেঁটেও ফেলা হয়। এ হেন ভারতীয় ক্রিকেটার সঞ্জু স্যামসন কিন্তু আপ্লুত ভারত অধিনায়ক রোহিত শর্মার আচরণে।
সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে কথা বলতে বসে সঞ্জু জানালেন, আইপিএলে তাঁর পারফরম্যান্সের একজনই ভীষণ প্রশংসা করেছিলেন। আর তিনি হলে রোহিত শর্মা। টেক্সট করে রোহিত তাঁকে মুম্বইয়ের বিরুদ্ধে দুর্দান্ত খেলার জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন।
২৯ বছরের কেরলের এই ক্রিকেটারকে এবারও ভারতের বিশ্বকাপ দলে রাখা হয়নি। অথচ এশিয়া কাপে শ্রীলঙ্কা নিয়ে যাওয়া হয়েছিল সঞ্জুকে। এই ব্যাপারে সঞ্জুর মত, একজন খেলোয়াড়ের জীবনে এমন ঘটনা ঘটতেই পারে। তাতে হাল ছেড়ে দিলেন চলবে না।