একটি গোল নিজে করলেন, আরও একটি গোল করালেন। এফসি গোয়া (FC Goa) ম্যাচে জয়ের নায়ক দিমিত্রি পেত্রাতোস। গোয়া এফসির বিরুদ্ধে ঘরের মাঠে বদলা নিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। ২-১ গোলে জিতল সবুজ-মেরুন। পেত্রাতোস ছাড়াও গোল করলেন হুগো বুমো।
প্রথমার্ধে খেলা শুরুর ৯ মিনিটের মধ্যেই ১ গোলে এগিয়ে যায় এটিকে মোহনবাগান। ২৫ মিনিটে এডু বেদিয়ার গোলে সমতা ফেরায় গোয়া এফসি। প্রথমার্ধে গোলের সুযোগ মিস করেন লিস্টন কোলাসো। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিট। পেত্রাতোসের নিখুঁত পাসে গোল করলেন হুগো বুমো। ২-১ ব্যবধানে এগিয়ে যায় সবুজ-মেরুন। আর গোল শোধ করতে পারেনি গোয়া।
আরও পড়ুন: ২০৩৬ অলিম্পিক আয়োজনের জন্য ঝাঁপাবে ভারত, জানালেন ক্রীড়ামন্ত্রী
গোয়া এফসি-কে হারিয়ে ২৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলেন পেত্রাতোসরা। এই মরশুমে ৮টি ম্যাচে জিতেছে সবুজ-মেরুন। ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষ আছে মুম্বই সিটি এফসি।