সৌদি প্রো লিগে বাইসাইকেল কিক (Bicycle Kick) ব্রাজিলিয়ান ফুটবলার রোমারিনহোর (Romarinho)। শুক্রবার আল আদালহা টিমকে ৫-০ গোলে হারাল রোমারিনহোর টিম আল ইত্তেহাদ।
রোমারিনহোর বাইসাইকেল কিক মনে করিয়ে দিয়েছে ওয়েন রুনিকে। ২০১০-১১ মরশুমে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে এমনই এক বাইসাইকেল কিক নেন রুনি। রোমারিনহোর বিশ্বমানের বাইসাইকেল কিকে জয় পেল তাঁর দলও।
আরও পড়ুন: আশঙ্কাই সত্যি! T20 বিশ্বকাপে পাকিস্তান ম্যাচ থেকে ছিটকে গেলেন স্মৃতি মান্ধানা
ব্রাজিলিয়ান ফুটবলার রোমারিনহো এবার বিশ্বকাপ দলে ছিলেন না। শুক্রবার সৌদি প্রো লিগে ৬০ হাজার দর্শকের সামনে খেলতে নেমেছিল দুই টিম। সদ্য সৌদি সুপারি কাপ চ্যাম্পিয়ন হয় আল ইত্তেহাদ।