কোয়ার্টার ফাইনালে হারের পর যন্ত্রণায় ভেঙে পড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। কাঁদতেও দেখা যায় তাঁকে। রোনাল্ডোকে ধন্যবাদ জানিয়েছে ফিফা (FIFA)। এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন রোনাল্ডো। জানালেন,স্বপ্ন যতক্ষণ টিকে থাকে, ততক্ষণ সুন্দর। এবার একজন পরামর্শদাতা হিসেবেই থাকবেন তিনি। যে যার মতো চায়, সেভাবেই এগোতে পারে।
রোনাল্ডো সোশ্যাল মিডিয়ায় লেখেন, "পর্তুগালের জন্য বিশ্বকাপ জয়, আমার কেরিয়ারের অন্যতম স্বপ্ন ছিল। সৌভাগ্যবশত, কেরিয়ারে আন্তর্জাতিক স্তরে অনেক খেতাব জিতেছি। পর্তুগালের হয়েও অনেক খেতাব আছে।" এবার বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে রোনাল্ডোকে রিজার্ভ বেঞ্চে রেখে দেন কোচ ফার্নান্দো স্যান্টোস। কোয়ার্টার ফাইনালেও নামাননি মহাতারকাকে।
আরও পড়ুন: মেসি রয়ে গেলেন, রোনাল্ডো চলে গেলেন, কাতারে শেষ এক রূপকথা
রোনাল্ডো জানান, তিনি কখনও হারতে শেখেননি। লড়াই করেছেন। সব কিছু দিয়েছেন। এখন দুর্ভাগ্য, সেই স্বপ্ন ভেঙে গিয়েছে। রোনাল্ডো লেখেন, "এখন রাগ দেখিয়ে কোনও লাভ নেই। অনেক কিছু বলা হয়েছে, অনেক কিছু লেখা হয়েছে, অনেক কিছু অনুমান করা হয়েছে। কিন্তু পর্তুগালের প্রতি দায়বদ্ধতা কমেনি। গোলের জন্য দলের আর পাঁচটা ফুটবলারের মতো চেষ্টা করেছিলাম। সতীর্থদের সঙ্গ ছাড়িনি। দেশকে ছেড়ে যাইনি।"