মুম্বই মিথ ভেঙে ডুরান্ড কাপের সেমিফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট। রবিবার যুবভারতীতে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে সবুজ-মেরুন জিতল তিন-এক গোলে। ৯, ২৮ এবং ৬৩ মিনিটে মোহনবাগানের হয়ে গোল বিশ্বকাপার জেসন কামিন্স, মনভীর সিং এবং আনোয়ার আলি।
দিমিত্রি পেত্রাতোসকে বাইরে রেখেই এদিন দল সাজিয়েছিলেন মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। ম্যাচের গোড়াতেই মুম্বইয়ের বিরুদ্ধে পেনাল্টি আদায় করে সবুজ-মেরুন। গোল করতে কোনও ভুল করেননি অস্ট্রেলিয়া থেকে আসা কামিন্স। যদিও ম্যাচের ২৮ মিনিটে গোল শোধ করে দিয়েছিল মুম্বই।
তবে এদিন মোহনবাগানকে বেশিক্ষণ আটকানো যায়নি। দু মিনিটে মধ্যেই মনভীরের গোল থেকে এগিয়ে যায় শতাব্দী প্রাচীন এই ক্লাব। যাদের ঝুলিতে রয়েছে একাধিকবার ডুরান্ড জয়ের নজির। ৬৩ মিনিটে মুম্বইয়ের জালে আনোয়ারের হেড। ম্যাচ তিন-একে ফিনিস করে মোহনবাগান।
অবশেষে স্বস্তি। এতদিন আইএসএলে যা সম্ভব হয়নি, তা হল ডুরান্ড কাপের ম্যাচে। এই মুম্বইয়ের বিরুদ্ধে খেলতেই অক্টোবর ভারতে আসছে নেইমারের আল-হিলাল। পুজোর মধ্যেই মুম্বইয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ। তার আগে পুজোর আগে কলকাতায় মুম্বইকে বধ করে দিল মোহনবাগান। ডুরান্ডের সেমিফাইনালে প্রতিপক্ষ এফসি গোয়া।