জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ভারতের হার ধাক্কা দিয়েছিল অনেককে৷ কিন্তু দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াল তরুণ ভারতীয় দল। ১৩ রানের হারের বদলা নিল ১০০ রানে জিতে৷ ম্যাচের পরে অধিনায়ক শুভমন গিল জানালেন, বিরাট কোহলি, রোহিত শর্মাদের জায়গা নিতে তৈরি তরুণ ভারতীয় ক্রিকেটাররা।
টি২০ বিশ্বকাপ জিতে অবসর নিয়েছেন বিরাট ও রোহিত। তাঁদের জায়গায় ভরসা দিচ্ছেন শুভমন এবং যশস্বী জয়সওয়াল। তবে জিম্বাবুয়ের বিরুদ্ধে শতরান করে অভিষেক শর্মা বুঝিয়ে দিলেন, তিনিও আছেন। তিনিও ভরসা দিতে পারেন। গত ম্যাচে ০ করেছিলেন অভিষেক। পরের ম্যাচেই ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ালেন।
শুভমন বলেছেন, "গত ম্যাচে আমরা চাপ সামলাতে পারিনি। আমরা তরুণ দল। তবে, প্রথম ম্যাচে যে চাপ আমাদের নিতে হয়েছে, সেটা দলের জন্য ভাল। জানি আগামী ম্যাচগুলোয় কী সামলাতে হবে।"