মঙ্গলবার বিশ্বকাপের মাঠে মুখোমুখি পাকিস্তান-বাংলাদেশের মরণ বাঁচন ম্যাচ। তার আগের দিনই সোমবার আচমকা পদ থেকে ইস্তফা দিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের মুখ্য নির্বাচক ইনজামাম উল হক। স্বভাবতই এত বড় ম্যাচের আগে এটা বড় ধাক্কা ছিল পাক ক্রিকেট বোর্ডের কাছে। কিন্তু, ইস্তফা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফের ফেরার ইচ্ছা প্রকাশ করলেন ইনজামাম। তবে নিজের কাছে একটি শর্ত রেখেছেন তিনি, জানিয়েছেন তাঁর বিরুদ্ধে যে অভিযোগ আছে, তা থেকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলেই তিনি ফিরবেন।
Inzamam-ul-Haq resigns: বিশ্বকাপের মধ্যে বড় ধাক্কা, পদ ছাড়লেন ইনজামাম উল হক
পাক ক্রিকেট বোর্ডকে তিনি জানিয়েছেন, সংবাদ মাধ্যমে তাঁর নামে স্বার্থের সংঘাতের যে অভিযোগ রয়েছে তার যাতে নিরপেক্ষ তদন্ত হয়, তাই তিনি সরছেন। তদন্ত কমিটি যদি তাঁকে নির্দোষ বলেন তবে ফের পাক বোর্ডের মুখ্য নির্বাচক হয়ে ফিরবেন বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, , ‘ইয়াজো ইন্টারন্যাশনাল লিমিটেড’নামের এক কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন ইনজামাম। সেই কোম্পানির মালিক পাক ক্রিকেট বোর্ডের এজেন্ট। তালহা রেহমানির হাত ধরেই পাক বোর্ডের হয়ে খেলছেন বাবর আজম, শাহিন আফ্রিদিরা। প্রশ্ন উঠছিল, ইনজামামের সূত্রে পাকিস্তানের দল নির্বাচনে হাত থাকতে পারে রেহমানির। এই বিতর্কের মাঝেই ইস্তফা দেন ইনজামাম উল হক