ঘরোয়া ক্রিকেটে বিশ্বরেকর্ড ভারতের। মাত্র ১৪১ বলে ২৭৭ রান করেন তামিলনাড়ুর ব্যাটার নারায়ণ জগদীশন। যা এখনও পর্যন্ত কোনও ব্যাটার করেননি। ঘরোয়া এবং আন্তর্জাতিক মিলিয়ে সারা বিশ্বে এক দিনের ম্যাচে এক ইনিংসে এই প্রথম কোনও ব্যাটার এত রান করলেন।
সোমবার বিজয় হজারে ট্রফিতে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে এই বিপুল রান করেন। চিন্নাস্বামী স্টেডিয়ামে তামিলনাড়ুর হয়ে ওপেন করতে নেমেছিলেন জগদীশন। ওপেনিংয়েই সাই সুদর্শনের সঙ্গে ৪১৬ রানের জুটি বাঁধেন তিনি। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন তিনি। ১০০ রান করার পর গতি আরও বেড়ে যায়। কিন্তু ইনিংসের ৪২তম ওভারে চেতন আনন্দের বলে আউট হয়ে যান জগদীশন। তিনি মোট ২৫টি চার এবং ১৫টি ছয় মেরেছেন।
এর আগে এই রেকর্ড করেছিলেন প্রাক্তন ইংরেজ ক্রিকেটার এডি ব্রাউন। ২০০২ সালে সারের হয়ে গ্লামোরগনের বিরুদ্ধে ১৬০ বলে ২৬৮ রান করেছিলেন তিনি। এডিকে ছাপিয়ে নয়া রেকর্ড গরলেন জগদীশন। এই রেকর্ডের তালিকায় তৃতীয় ভারত অধিনায়ক রোহিত শর্মা। ২০১৪ সালে ভারতের হয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে কলকাতার ইডেন গার্ডেন্সে ১৭৩ বলে ২৬৪ রান করেছিলেন রোহিত।