'রাজার মুকুট রাজার সাজ, অন্য কেউ তা পরবে আজ'
এবারেও বিশ্বকাপ ছুঁয়ে দেখা হল না নেইমারের। এবার কি তবে অবসর? ক্রোটদের কাছে টাইব্রেকারে চার-দুই গোলে হেরে দোহা ছাড়তে হয়েছে ব্রাজিলকে। টাইব্রেকারে ব্রাজিলকে বিশ্বকাপ থেকে ছিটকে দিল বারপোস্ট আর ক্রোট গোলকিপার ডমিনিক লিভাকোভিচ। ফলে গত কুড়ি বছর পর নেইমারের বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ। এই হার যেন কিছুতেই মানতে পারছিলেন না নেইমার, মাঝ মাঠেই কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি৷ তাঁকে থামানো যাচ্ছে না কিছুতেই। সতীর্থ থিয়েগো সিলভা এসে থামানোর চেষ্টা করেন তাঁকে, কাসেমিরো দিচ্ছিলেন সান্ত্বনা তবুও থামলেন না তিনি৷ ৭৭ তম গোল দিয়ে পেলেকে ছুঁলেও, বিশ্বকাপ ছোঁয়া হল না তাঁর।
ক্রোটদের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত নেইমারের গলায়৷ ৩১ বছরের নেইমারের এখনও হল না স্বপ্নপূরণ। মরিয়া হয়ে 'মেসি'কে হারানোর চ্যালেঞ্জ নিয়েছিলেন ব্রাজিলের এই তারকা। সেই রাতেই মেসির দেশ পৌঁছে গিয়েছে বিশ্বকাপ ছুঁয়ে দেখার আরও এক ধাপ আগে, নেইমাররা পারেননি। কে বলতে পারে এটিই হয়ত তার শেষ বিশ্বকাপ।