তিরন্দাজি বিশ্বকাপে (Archery World Cup) কম্পাউন্ড মিক্সডে সোনা জয় ভারতের (India Wins Gold)। দেশের হয়ে সোনা জিতলেন অভিষেক বর্মা এবং জ্যোতি সুরেখা। প্যারিসে বিশ্বকাপের স্টেজ থ্রির ফাইনালে ভারতের মুখোমুখি ছিল ফরাসি জুটি। ব্যক্তিগত বিভাগেও রুপো জয় জ্যোতি সুরেখার।
শনিবার ফাইনালে শুরুটা ভালই করেছিল ভারতীয় জুটি। ভারতের সামনে ছিলেন ফ্রান্সের জঁ ব্লুশ ও অলিম্পিক্সে পদকজয়ী ৪৮ বছরের সোফি ডোডেমঁ। প্রথম থেকে এগিয়েই লিড নিয়ে নেয় ভারত। ১৫২-১৪৯ পয়েন্টে জয় পায় ভারত। বিশ্বকাপের রিকার্ভে ফাইনালে উঠেছে মেয়েদের টিমও। ওই টিমে আছেন দীপিকা কুমারী, অঙ্কিতা ভক্ত ও সিমরনজিৎ কৌর। রবিবারই ম্যাচ তাঁদের।
আরও পড়ুন: গুজরাত দাঙ্গায় মোদীর ক্লিনচিটের পরই আটক তিস্তা শেতালওয়াড়, গ্রেফতার প্রাক্তন পুলিশকর্তাও
বিশ্বের তিন নম্বর তিরন্দাজ প্লেয়ার ভারতের জ্যোতি সুরেখা। এ দিন বিশ্বকাপের ফাইনালে অভিষেক বর্মার সঙ্গে নেমে চারটি পারফেক্ট ১০ দিয়ে শুরু করেন ম্যাচ। যার ফলে প্রথমেই তিন পয়েন্টে এগিয়ে যান তাঁরা। দ্বিতীয় পর্বে এক বারই ১০ পয়েন্ট পায় ভারত।।