নিট প্রশ্নফাঁস কাণ্ডে এবার জড়াল কলকাতার নাম। নিউটাউনের একটি আবাসনে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। জানা গিয়েছে, নিট কাণ্ডে অভিযুক্ত ঝাড়খন্ডের বাসিন্দা অমিত কুমারের ফ্ল্যাট রয়েছে নিউটাউনের অ্য়াকশন এরিয়া ১-এর ওই আবাসনে।
সূত্রের খবর, ঝাড়খন্ডের একটি CBI টিম মঙ্গলবার রাতে কলকাতায় এসে পৌঁছয়। তারপর বুধবার সকালে পৌঁছে যান ওই আবাসনে। যদিও ওই ফ্ল্যাটের দরজা বন্ধ থাকায় প্রথমে ঢুকতে পারেননি তদন্তকারী আধিকারিকরা। তারপর তালা ভেঙে ভিতরে ঢোকেন তাঁরা।
নিট কাণ্ডে কয়েকদিন ধরে উত্তাল গোটা দেশ। প্রশ্ন ফাঁস এবং অতিরিক্ত নম্বর দেওয়ার অভিযোগ ওঠে। পরিস্থিতি গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত।