প্রথম ম্যাচে আমেরিকার কাছে হেরে গিয়েছে বাবর আজমের পাকিস্তান। রবিবার ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ খেলবে পাকিস্তান। এই ম্যাচে জয় আসলেও নিশ্চিন্ত হওয়ার উপায় নেই বাবরদের। প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা প্রবল।
কেন এই সমীকরণ?
আসলে আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে হেরে নিজেদের পরিস্থিতি আরও কঠিন করে ফেলেছে পাকিস্তান। ভারত-সহ বাকি সব প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচ জিতলেও ছিটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, যে কোনও গ্রুপের দুটি করে দল সুপার এইট পর্বে যাবে।
পাকিস্তান একটি ম্যাচে হেরে গিয়েছে। বাকি তিনটি ম্যাচে জিতলেও, আমেরিকা যদি আয়ারল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে চাপে পড়বেন বাবররা। কারণ, তখন ভারত পাকিস্তান এবং আমেরিকা তিনটি দেশেরই পয়েন্ট হবে ছয়। নেট রান রেটে প্রথম দুই দল সুপার এইটে যাবে।