আইসিসি টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে হেরে গিয়েছে ভারত৷ রোহিত শর্মার দলকে কার্যত দাঁড়াতেই দেয়নি ইংল্যান্ড। ১০ উইকেটে হার মানতে হয়েছে টিম ইন্ডিয়াকে। কিন্তু তা সত্ত্বেও ভারতীয় দলের ক্রিকেটারদের প্রাপ্তিযেগ নেহাত কম নয়। সেমিফাইনালে হারা সত্ত্বেও আইসিসির থেকে বিপুল অঙ্কের টাকা পাবেন তাঁরা। দেখে নেওয়া যাক প্রাপ্ত অর্থের পরিমাণ।
আইসিসি টি২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের আসরে প্রতিটি ম্যাচ জেতার জন্য রয়েছে বড় অঙ্কের পুরস্কারমূল্য। একটি ম্যাচ জিতলেই মিলবে ৪০ হাজার ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৩২ লক্ষ ৬৮ হাজার টাকা। ভারতীয় দল চারটি ম্যাচ জিতেছে৷ ফলে টিম ইন্ডিয়া পাবে প্রায় ১ কোটি ৩০ লক্ষ ৭২ হাজার টাকা। এ ছাড়া সেমিফাইনালে ওঠার জন্যও রয়েছে বড়সড় পুরস্কার। শেষ চারে ওঠাশ ভারত পাবে ৪ লক্ষ ডলার, যা ভারতীয় মুদ্রায় ৩ কোটি ২৬ লক্ষ ৮১ হাজার টাকা। অর্থাৎ বিশ্বকাপ জেতার স্বপ্ন সফল না হলেও সব মিলিয়ে প্রায় ৪ কোটি ৫৭ লক্ষ ৫৪ হাজার টাকা পাবে ভারতীয় দল। এই টাকা ভাগ করে দেওয়া হবে দলের ১৫ জন ক্রিকেটারের মধ্যে৷ রোহিত শর্মা, বিরাট কোহলিরা প্রত্যেকে পাবেন ৩০ লক্ষ ৫০ হাজার টাকা।
বিশ্বকাপের ফাইনালে খেলবে পাকিস্তান এবং ইংল্যান্ড। চ্যাম্পিয়ন দল পাবে ভারতীয় মুদ্রায় প্রায় ১৩ কোটি ৭ লক্ষ ২২ হাজার টাকা। রানার্স দল পাবে ঠিক তার অর্ধেক। অর্থাৎ ভারতীয় মুদ্রায় সাড়ে ৬ কোটির বেশি টাকা।