ফুটবলপ্রেমীদের কার্যত উৎসব শুরু হল রোববার থেকে। ৪ বছরের অপেক্ষার পর এবার কাতারে আয়োজন ফুটবল বিশ্বকাপের। মোট ৩২ টি দেশ অংশ নিয়েছে এই মহারণে। ফুটবল বিশ্বে কার্যত সাজো সাজো রব। আর গানে তো বলাই আছে, "সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল"। বাঙালির ফুটবল প্রেম একেবারে রক্তে৷ এবার তারই ছবি ধরা পড়ল উত্তর ২৪ পরগণার ইছাপুরের নবাবগঞ্জ এলাকায়।
সেখানের এক চা বিক্রেতা শিবে পাত্র, মেসির অন্ধ ভক্ত৷ ফুটবলের যুবরাজ তাঁর ভাই। তাঁর উদ্যোগেই এলাকায় গড়ে উঠেছে মেসির ফ্যান ক্লাব। এবার নিজের জমানো অর্থ দিয়ে পাড়ায় মেসির মূর্তি বসালেন ওই চা বিক্রেতা৷ এদিনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রাক্তন জাতীয় দলের খেলোয়াড় সংগ্রাম মুখার্জি সহ ইছাপুর আর্জেন্টিনা ফ্যান ক্লাবের অন্যান্য সদস্যরা।
তাঁর পাড়া জুড়ে উৎসবের আবহ। খুদে থেকে বয়স্ক সকলের গায়েই নীল সাদা জার্সি, গলায় 'মেসি মেসি' রব৷ শিবে পাত্র জানালেন, বিশ্বের সমস্ত ট্রফি হাতে তুলেছেন মেসি শুধু বাকি রয়েছে বিশ্বকাপের ট্রফি হাতে তোলা তাদের আশা এ বছর মেসির হাতে উঠবে কাতার ২০২২ এর বিশ্বকাপ। আর্জেন্টিনার জয় নিয়ে আশাবাদী তারা।