আগেই সংকেত দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচন নিয়ে বড় ঘোষণা সামনে এল। কুস্তি সংস্থার পক্ষ থেকে নির্বাচনের দিনক্ষণ জানা গেল। আগামী ২১ ডিসেম্বর নির্বাচন হবে।
শনিবার ভারতীয় কুস্তি সংস্থার পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রার্থীদের চূড়ান্ত তালিকা তৈরি করার কাজ শেষ হয়ে গিয়েছে। গত ৭ ডিসেম্বর তালিকাও প্রকাশিত হয়েছে। ২১ ডিসেম্বর নির্বাচন, সেই দিনই ফলঘোষণা হবে। নিয়ম অনুযায়ী ভোট না করানোর ভারতীয় কুস্তি সংস্থাকে নিষিদ্ধ করে আন্তর্জাতিক কুস্তি সংস্থা। সুপ্রিম কোর্ট অনুমতি গিতেই এবার নির্বাচনের প্রক্রিয়া শুরু করল কুস্তি ফেডারেশন।