বর্তমানে ইনস্ট্যান্ট চ্যাটিংয়ের জন্য সবথেকে জনপ্রিয় প্ল্যাটফর্মটি হল Whatsapp। বিশ্বের একাধিক দেশে এই অ্য়াপ ব্যবহার করা হয় বলে অ্য়াপের ব্যবহারকারীর সংখ্যাও কয়েকশো কোটি। বিভিন্ন সময়ে নতুন নতুন ফিচার অ্য়াড করা হয়। ঠিক সেরকমই আরও একটি নতুন ফিচার অ্য়াড করতে চলেছে সংস্থাটি।
এবার থেকে Whatsapp Web-এ ভিউ ওয়ানস (View Once) অপশন ব্যবহার করার সুবিধা দেওয়া হবে। এর মাধ্যমে ছবি বা ভিডিও কাউকে পাঠালেও তা একবারই দেখা যাবে। তারপর সেটি নিজে থেকেই ডিলিট হবে। এবং ফাইলটি ফোনে সেভ করা যাবে না।
সাইবার বিশেষজ্ঞরা মনে করছেন মূলত নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই এই ফিচারটি চালু করা হচ্ছে। বর্তমানে ডিপফেকের কারণে বিভিন্ন অসামাজিক কাজ করছেন প্রতারকরা। সেই সব কাজ আটকাতেই এই ফিচারটি চালু করা হচ্ছে।
এই ফিচারটি আগেও হোয়াটসঅ্য়াপ ব্যবহারকারীরা পেয়েছেন। কিন্তু গতবছর হঠাৎ করেই এই ফিচারটি বন্ধ করে দেওয়া হয়। এবার ফের ওই ফিচারটি দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে Whatsapp Web এ এই ফিচার সংযোজন করা হবে।