ঘোড়ায় চড়ে সুইগির খাবার ডেলিভারির (Swiggy delivery boy) ভিডিও ভাইরাল হয়েছিল দিন কয়েক আগে। সেই ঘোড়ায় চড়া ডেলিভারি বয়ের দীর্ঘ খোঁজ চলেছে বিগত কয়েকদিন ধরে। অবশেষে খোঁজ পাওয়াও গেল। আর জানা গেল, ঘোড়ায় চড়া ডেলিভারি বয়ের আসল পরিচয়।
১৭ বছরের সুশান্ত আসলে কোনও ডেলিভারি বয় নন, বরং একটি আস্তাবল দেখাশোনার দায়িত্বে বহাল। বিয়েবাড়ির জন্য ঘোড়া ভাড়া করার এক সংস্থাতেই কাজ করেন তিনি।
ভুলে যাওয়া সুশান্তের স্বভাব। জিনিস ধার করে ফেরত দিতে ভুলে যান তিনি। এবং এ ক্ষেত্রে ভুলেছেন সুইগির ডেলিভারি ব্যাগ। এক বিয়ে বাড়ি থেকেই ফিরছিলেন সুশান্ত, সঙ্গে থাকা সুইগির ডেলিভারি ব্যাগের জন্যেই তাঁর ভিডিও ভাইরাল হয়।
Sara Ali Khan: কার্তিকের সঙ্গে সম্পর্ক নিয়ে বেফাঁস মন্তব্য টিভিতে ! করণের উপর বেজায় চটে সারা আলি খান
তবে কথা রেখেছে সুইগি। ঘোড়সওয়ারের আসল পরিচয় যিনি দিয়েছেন, তাঁকে শর্ত মেনে ৫০০০ টাকা পুরস্কার দেওয়া হয়েছে।