নয়া ফিচার নিয়ে আসতে চলেছে হোয়াটসঅ্যাপ (Whatsapp)। নাম ‘আনডু ডিলিট’ (Undo delete)। এর সাহায্যে উড়িয়ে দেওয়া মেসেজকে ফিরিয়ে আনা যাবে।
ভুল করে হোয়াটসঅ্যাপের কোনও গুরুত্বপূর্ণ মেসেজ (Message) ডিলিট করে ফেলেছেন আপনি, এখন একবার ডিলিট করে ফেললে তা আর ফিরে পাওয়া যায় না, এবার খুব শিগগির সেই ব্যবস্থা চালু করছে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ।
Artificial Intelligence: বৃদ্ধার শোকসভায় এসে হতবাক পরিজনরা, দিব্যি খোশ গল্প করছেন মৃতা
সিগন্যাল, টেলিগ্রামের মতো অ্যাপের সঙ্গে প্রতিযোগিতায় পাল্লা দেওয়াই লক্ষ্য হোয়াটসঅ্যাপের। তাই এই নিত্যনতুন ফিচারের পরিকল্পনা। গুগলের জিমেলের ক্ষেত্রেও এই ধরনের নিয়ম আছে। ভুল করে কোনও মেল করে ফেললে তা মুছে দেওযার সুযোগ থাকে। তবে তা সামান্য সময়ের জন্য। সেই ফিচারকে মাথায় রেখেই এবার হোয়াটসঅ্যাপও এমন ফিচারই আনতে চলেছে।