কথাতেই আছে ‘পিচগলা রোদ্দুর’, যানবাহন চলাচলের রাস্তা সাধারণত তৈরি হয় পিচ দিয়েই। যার রঙ হয় মিশমিশে কালো। বিটুমিন গলিয়ে পাথর দিয়ে তৈরী করা হয় এই রাস্তা। কিন্তু কখনও শুনেছেন? কোনও দেশের রাস্তার রঙ নীল? আজ্ঞে হ্যাঁ। সম্প্রতি ফুটবল বিশ্বকাপ হয়ে গেল যেই দেশে, সেই কাতারেই রাস্তার রঙ কালো নয় নীল।
Puri Jagannath Deb : পুরীর জগন্নাথ দেবে রত্নভাণ্ডার কত জানেন ? কী বলছে, আদালতের হলফনামা ?
তবে সৌন্দর্য বাড়ানোর কারণে নয় এর আছে বৈজ্ঞানিকব্যাখ্যাও। মরুশহর কাতারে গ্লোবাল ওয়ার্মিং এর জেরে দেশের তাপমাত্রা কমাতে এই পন্থা ব্যবহার করা হয়েছে। আসলে বিজ্ঞানীদের মতে কালো বা বাদামি রঙের রাস্তার তাপমাত্রা ২০ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রির বেশি হয়ে থাকে, কারন কালো রঙ তাপ শোষণ করে। উত্তপ্ত ও শুষ্ক মরু এলাকা কাতারে রাস্তার রঙ নীল করায় তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রি কমে যায়। এতে গ্লোবাল ওয়ার্মিংয়ের দ্বারা বৃদ্ধি তাপমাত্রা থেকে সামান্য হলেও স্বস্তি পাওয়া যায়।