হল ভরা দর্শকদের সামনেই আক্রান্ত হন সলমন রুশদি। মাত্র ২০ সেকেন্ডের মধ্যেই তাঁকে ১০-১৫ বার কোপানো হয়। ঘটনার ভয়াবহতায় বিস্মিত দর্শক থেকে পুলিশ প্রত্যেককেই। সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে দৃশ্যতই সন্ত্রস্ত প্রত্যক্ষদর্শীরা। তাঁদের দাবি, মঞ্চে কারও সঙ্গে পরিচয় করানো হচ্ছিল লেখককে। সেই সময় আচমকা তাঁর উপর ঝাঁপিয়ে পড়েন এক ব্যক্তি। ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় লেখককে। ওই সময় যাঁরা মঞ্চে ছিলেন, তাঁরা সঙ্গে সঙ্গেই হামলাকারীকে ধরে ফেলেন। মেরেকেটে ২০ সেকেন্ডের মধ্যে ১০-১৫ বার কোপানো হয়েছে রুশদিকে। সূত্রের খবর, তাঁর ঘাড়ে কোপ মারা হয়েছে।
এই ঘটনার পর সঙ্গে সঙ্গেই দর্শকদের প্রেক্ষাগৃহ ছাড়তে বলা হয়। খবর দেওয়া হয় পুলিশেও। খবর পেয়েই ঘটনাস্থলে এসে পুলিশের তরফে রুশদিকে হেলিকপ্টারে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। গ্রেফতার করা হয় হামলাকারীকেও। আপাতত পুলিশ হেফাজতে রয়েছেন অভিযুক্ত।
আরও পড়ুন- Salman Rushdie Attacked: মঞ্চে ভাষণ দেওয়ার সময় ছুরিবিদ্ধ সলমন রুশদি, গ্রেফতার আততায়ী
তাঁর বই 'স্যাটানিক ভার্সেস' -এর জন্য ১৯৮৯ সালের ১৪ ফেব্রুয়ারি তাঁর নামে মৃত্যু পরোয়ানা জারি করেছিলেন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতোল্লা রুহোল্লা খোমেইনি। অপরাধ- ‘ধর্মদ্রোহ’। খোমেইনি মারা গিয়েছেন, কিন্তু ‘ফতোয়া’ জারি থেকেছে বছরের পর বছর। সলমন রুশদির মাথার দাম রাখা হয়েছে প্রায় ৩০ লক্ষ ডলার। ভারতীয় বংশোদ্ভূত কিন্তু ব্রিটেনের নাগরিক লেখক সলমন রুশদি গত ২০ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন। কিন্তু তাঁর উপর এইধরনের হামলায় বিস্মিত গোটা দুনিয়া।