ফের খবরের শিরোনামে এলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। তিনি যে কলম দিয়ে লেখেন বা সই করেন, সেটির কালি প্রয়োজনে মুছে ফেলা যায়। এই নিয়ে সরব হয়েছেন সুনকের বিরোধীরা। তাঁদের দাবি, এই পেন ব্যবহার করা ব্রিটেনের স্বার্থের জন্য বিপজ্জনক। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্টরা ব্যবহার করেন পার্মানেন্ট ইংক৷ অথচ সুনক ব্যবহার করেন, ৪.২৫ পাউন্ড বা ভারতীয় মুদ্রায় সাড়ে চারশো টাকা দামের পাইলট ভি ফাউন্টেন পেন, যার কালি মুছে ফেলা যায়।
আর্ন্তজাতিক শীর্ষ সম্মেলন সহ সর্বত্র এই কলমই ব্যবহার করেন সুনক৷ সম্প্রতি
মলডোভায় ইউরোপীয় সম্প্রদায়ের একটি শীর্ষ সম্মেলনেও ওই একই কলম ব্যবহার করতে দেখা গিয়েছে তাঁকে। একটি ব্রিটিশ সংবাদমাধ্যম দাবি করেছে, অর্থমন্ত্রী থাকার সময়ও এই রকমের পরে কালি মুছে ফেলা কলম ব্যবহার করতেন সুনক।
সুনকের প্রেস সচিব অবশ্য জানিয়েছেন, বিলেতের আমলারা বহুদিন ধরেই এমন কলম ব্যবহার করে আসছেন৷ সুনক তাঁর কোনো লেখা বা সই কখনও মোছেননি৷ ভবিষ্যতেও মুছবেন না।