গণেশ চতুর্থীতে আনন্দে মেতেছেন বলিউডের সেলিব্রিটি থেকে টিভির জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরাও।
রাজঘরনী শিল্পা শেঠি, এবার একাই বাড়িতে গণেশ চতুর্থী উদযাপন করেছিলেন। স্বামী বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন, শনিবার গণপতিকে সপরিবারে বিদায় জানান শিল্পা। সঙ্গে ছিলেন তার ছেলে ভায়ান ও মেয়ে সামিশা।
অভিনেতা অনন্যা পান্ডেও তার ইনস্টাগ্রামে নিজের দুটি ছবি শেয়ার করেছেন। গণপতি বিদায়ের সেই ছবি ভাইরাল নেটদুনিয়ায়
প্রবীণ অভিনেতা পদ্মিনী কোলাপুরিকেও সপরিবারে গণপতি বিসর্জনে সামিল হতে দেখা গেছে। বলিউড অভিনেত্রীর সঙ্গে ছিলেন তাঁর ছেলে প্রিয়ঙ্ক শর্মা ।
সলমান খানের বোন অর্পিতা শর্মা এবং অভিনেতা স্বামী আয়ুশ শর্মাকেও গনপতি বিদায়ের উতসবে মেতে উঠতে দেখা গেছে
কৌতুক অভিনেতা কপিল শর্মা তার পরিবারের সাথে গণেশ চতুর্থী উদযাপন করেছেন। ।
অনিতা হাসানান্দানি, ক্রিস্টল ডিসুজা, করণ প্যাটেল, অভিনেতা নীলম কোঠারি এবং ইন্টেরিয়র ডিজাইনার সুসান খান সহ বেশ কয়েকজন টিভি তারকাকে রবিবার গণপতি দর্শনের জন্য একতা কাপুরের বাড়িতে দেখা গেছে
তুষার কাপুর তার পুত্রের সাথে তার গণেশ চতুর্থী উদযাপনের কয়েকটি ছবি পোস্ট করেছেন। একতাও তার পুত্র রবি তাদের গণেশ মূর্তির সামনে পোজ দিয়ে কিছু সুন্দর ছবি শেয়ার করেছেন।
অভিনেতা রিতেশ দেশমুখ একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে তার দুই ছেলে এবং স্ত্রী জেনেলিয়াকে একসঙ্গেই দেখা যাচ্ছে।
জনপ্রিয় অভিনেত্রী সানি লিওন তার স্বামী ড্যানিয়েল ওয়েবার এবং তিন সন্তানের সাথে এই বছর গণেশ চতুর্থী উদযাপন করেছেন।সেছবিও সামনে এসেছে