পুরনো নস্ট্যালজিয়াকে একেবারে নতুন প্যাকেটে মুড়ে সামনে নিয়ে এল ক্যাডবেরি। লিঙ্গবৈষম্যকে দূরে সরিয়ে ক্যাডবেরি ডেয়ারি মিল্কের এই নতুন বিজ্ঞাপন, শুধুই আর বিজ্ঞাপনই রইল না।
নতুন মোড়কে পুরনো বিজ্ঞাপন। এবারও সেই একই দৃশ্যপট, শুধু বদলে গিয়েছে পাত্র। পুরুষ ক্রিকেটারের বদলে মাঠে খেলছেন এক মহিলা ক্রিকেটার। টেনশনে নিশ্চুপ গ্যালারিতে উত্তেজনায় হাতে ধরা ক্যাডবেরিতে কামড় দিতেও ভুলে গিয়েছেন এক যুবক। বল বাউন্ডারি পার করতেই নখ ছেঁড়া টেনশনের অবসান । আনন্দে লাফিয়ে ওঠে পুরো গ্যালারি।
বাঁধভাঙা উচ্ছ্বাসে সব ভুলে ক্যাডবেরি মুখে পুরে সেই একই স্টেপে নাচতে নাচতে মাঠে ঢুকে পড়লেন সেই যুবক। হুবহু একই কায়দায় উচ্ছ্বাসে জড়িয়ে ধরলেন ব্যাটসম্যান প্রেমিকাকে। লিঙ্গবিভেদ মুছে নস্ট্যালজিয়ার মাত নাইন্টিজ থেকে জেনারেশন ওয়াই