দক্ষিণ কলকাতার তিনটি ওয়ার্ডে ব্যপক ভোট লুট করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। এমনই অভিযোগ বামফ্রন্টের। ১০১, ১০২ এবং ১১০ নম্বর ওয়ার্ডে ফের নির্বাচনের দাবি জানিয়েছে সিপিএম। দলের (CPM) দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক শমীক লাহিড়ির নেতৃত্বে বাঘাযতীন মোড় অবরোধ করেছেন বামকর্মীরা।
KMC Elections 2021: সকাল সকাল মানিকতলায় 'বোমাবাজি'
সিপিএমের দাবি, সকাল থেকে বল্গাহীন সন্ত্রাস চলছে এই তিন ওয়ার্ডে। বুথ থেকে সিপিএমের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। মারধর করা হচ্ছে দলীয় কর্মীর। সবই ঘটছে পুলিশের চোখের সামনে।
Santosh Pathak: বড়বাজারে উত্তেজনা! হাতেনাতে ভুয়ো ভোটার ধরলেন কংগ্রেসের সন্তোষ পাঠক
অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। ১০১ নম্বর ওয়ার্ডের প্রার্থী বাপ্পাদিত্য দাশগুপ্তের দাবি, জনসমর্থন নেই,তাই বিভ্রান্তি ছড়াচ্ছে সিপিএম।