টাইম ম্যাগাজিনের প্রভাবশালীদের তালিকায় শাহীনবাগের দাদি বিলকিস

Updated : Sep 23, 2020 18:03
|
Editorji News Desk

টাইম ম্যাগাজিনের তৈরি করা চলতি বছরে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ জনের তালিকায় জায়গা করে নিলেন শাহীনবাগের দাদি বিলকিস। এনআরসি-সিএএ বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান মুখ ৮২ বছরের এই বৃদ্ধা। শাহীনবাগ আন্দোলনের সময় আরও অসংখ্য মহিলার সঙ্গে দিল্লির প্রবল শীতে রাত জেগেছিলেন তাঁরা। বিলকিস কী ভাবে প্রান্তিক মানুষের স্বর হয়ে উঠেছেন, টাইম ম্যাগাজিনে তা নিয়ে নিবন্ধ লিখেছেন সাংবাদিক রানা আইয়ুব।

Recommended For You