বলিউডে দু'জনেরই গড ফাদার ছিল না কোনো। অথচ এই রনভির দীপিকার অফস্ক্রিন হিট জুটি ছাড়াও অন স্ক্রিন সাফল্য তাঁদের সর্বক্ষণ রেখে দিয়েছে পেজ থ্রির শিরোনামে। আলিবাগে বিলাসবহুল বাড়ি কিনলেন রনভির-দীপিকা। দাম জানেন? ২২ কোটি!। মুম্বইয়ের প্রভাদেবির ফ্ল্যাট তো রইলই। সঙ্গে এবার উইকেন্ড কাটানোর জন্য এই ২২ কোটির বাড়ি।
মানিকন্ট্রোলের খবর বলছে, নতুন ঠিকানা সোয়া দু' একর জায়গা জুড়ে। ১৮ হাজার স্কোয়ার ফিটের উইক এন্ড ডেস্টিনেশন। কিহিম সৈকত থেকে এই মিনিট দশেকের রাস্তা বড় জোর। ৫ ঘর বিশিষ্ট দোতলা বাংলো। ১৩ সেপ্টেম্বর সব চুক্তি সই করেছেন দীপিকা-রনভির। ১.৩২ কোটির স্ট্যাম্পও কেনা হয়ে গিয়েছে।
আরও পড়ুন, দীপিকা রণভিরের ছবি পোস্ট করতেই চূড়ান্ত অস্বস্তিতে নায়ক, কিন্তু কেন?
মুম্বইয়ের প্রভাদেবিতে ২৬ তলার ফ্ল্যাটেই থাকতেন দীপিকা। বিয়ের পর রনভিরের ঠিকানাও ওটিই।