একজন সদ্য অলিম্পিকে মেডেল নিয়ে দেশে ফিরেছেন, আরেকজন দেশের অন্যতম প্রাক্তন ব্যাডমিন্টন তারকার কন্যা। দুজনের দেখা হল ঘুরেফিরে সেই ব্যাডমিন্টন কোর্টেই। পিভি সিন্ধু এবং প্রকাশ পাড়ুকোন কন্যা দীপিকা পাড়ুকোন। দীপিকা অবশ্য নিজেও ব্যাডমিন্টন্টা মন দিয়েই খেলতেন, তবে অভিনয়কে পেশা বাছার পর থেকে আড়ালে চলে যায় তা।
দীপিকা-সিন্ধু আগে থেকেই বন্ধু। তবে বলিউডে জোর গুঞ্জন পিভি সিন্ধুর বায়োপিকে অভিনয় করতে পারেন দীপিকা। সম্প্রতি সাইনা নেহওয়ালের বায়োপিকে সাইনার চরিত্রে দেখা গিয়েছে পরিনীতি চোপড়া কে। এবার কি তাহলে সিন্ধুর বায়োপিক শুধু সময়ের অপেক্ষা। দীপিকা সে সব খোলসা করেননি। শুধু তাঁদের প্র্যাকটিসের ছবি পোস্ট করে লিখেছেন 'রোজকার মতোই একটা দিন। শুধু ক্যালোরি ঝরাচ্ছি যার সঙ্গে সে পিভি সিন্ধু'।