অসুস্থ বলিডউডের প্রবীন অভিনেতা দিলীপ কুমার।শ্বাসকষ্ট জনিত সমস্যা থাকায় তাঁকে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকালে শ্বাসকষ্টের সমস্যা বাড়ায় হাসপাতালে ভর্তি করতে হয় প্রবীণ অভিনেতাকে। দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু জানিয়েছেন, চিকিতসক নিতীন গোখেলের পর্যবেক্ষণে দিলীপ কুমারের যাবতীয় মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে।