সিনেমা জগতের উন্নতির জন্য তেমন কোনও বড় অবদান নেই দিলীপ কুমারের। পরবর্তী প্রজন্মের অভিনেতাদের জন্যেও কোনও অনুকরনীয় পাঠ রেখে যাননি দিলীপ কুমার।
প্রয়াত অভিনেতাকে নিয়ে এই মন্তব্যের পরেই বিনোদন জগতের শিরোনামে বলিউডের আরও এক নামজাদা অভিনেতা নাসিরুদ্দিন শাহ। এই প্রসঙ্গে তিনি দিলীপ কুমারের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতাও শেয়ার করেছেন। ১৯৮১ সালে কর্মা ছবিতে দিলীপ কুমারের সঙ্গে কাজ করেন নাসিরুদ্দিন।
সেই স্মৃতি নিয়েই অভিনেতার দাবি, অভিনয় দক্ষতা, নানা চরিত্রের রূপায়ন সহ নানাবিধ গুণ থাকলেও সিনেমার উন্নতিতে খুব কমই পাওয়া গেছে অভিনেতাকে।
একটি মাত্র সিনেমায় প্রযোজনার কাজ করলেও পরিচালনা করেননি কোনও সিনেমা। আত্মজীবনীর নির্মানেও কেন অভিনেতা সেই সময়ের চলচ্চিত্র নির্মাতাদের তাঁর সম্পর্কে মতামত রাখেননি তা নিয়েও প্রশ্ন তুলেছন নাসিরুদ্দিন।
সিনেমা নির্বাচন থেকে পার্রিপার্শিক ঘটনায় প্রতিক্রিয়া জানানো, সবেতেই খুব সাবধানী পদক্ষেপ দিলীপ কুমার, দাবি নাসিরুদ্দিনের।