শ্বাসকষ্টজনিত সমস্যার কারনে হাসপাতালে ভর্তি করা হল অভিনেতা দিলীপ কুমারকে। শনিবার রাত থেকেই শারীরিক অবস্থার অবনতি হয় অভিনেতার। শনিবার রাত থেকেই হালকা শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছিল। সময় নষ্রট না করে রবিবার সকালেই মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। বর্তমানে তাঁর বয়স ৯৮ বছর। ইতিমধ্যেই বেশ কিছু রক্তের পরীক্ষা হয়েছে। যদিও এখনও ডাক্তার বিস্তারিতভাবে কিছু জানায়নি। বয়স জনিত কারণে বেশ কিছুদিন ধরেই অসুস্থ হয়ে পড়ছেন দিলীপ কুমার।