সোমবার পদ্মশ্রী পুরস্কার সম্মানে ভূষিত হয়েছেন চলচ্চিত্র নির্মাতা করণ জোহর(Karan Johar) ও একতা কাপুর (Ekta Kapoor) । দুজনেই সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্ত শেয়ার করেছেন ।
ইনস্টাগ্রামে পুরস্কার নেওয়ার মুহূর্তের একটি ভিডিয়ো শেয়ার করেছেন করণ । সেইসঙ্গে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে পুরস্কার নিতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করেছেন তিনি । তিনি জানিয়েছেন, তাঁর মা, সন্তান ও তাঁর জন্য চিরকাল এই দিনটা স্মরণীয় হয়ে থাকবে ।
একতা কাপুর তাঁর বাবা এবং প্রবীণ অভিনেতা জিতেন্দ্রর সঙ্গে পদ্ম সম্মান পুরস্কার অনুষ্ঠানের ছবি শেয়ার করেছেন । সেইসঙ্গে জানিয়েছেন, এটা তাঁর পেশাদার জীবনের সবচেয়ে বড় দিন । একতা লিখেছেন, "এটি ছিল তার পেশাদার জীবনের সবচেয়ে বড় দিন এবং দ্বিতীয় তার ছেলের জন্মের দিন ।"
স্মৃতি ইরানি তাঁর ঘনিষ্ঠ বন্ধু একতা কাপুরের জন্য ইনস্টাগ্রামে একটি মিষ্টি বার্তা শেয়ার করেছেন । স্মৃতি জানিয়েছেন, বন্ধু একতা জাতির সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত হয়েছেন । এভাবে বন্ধুকে দেখতে পারা অত্যন্ত সম্মানের । টেলিভিশন হোক, কিংবা ওটিটি বা চলচ্চিত্র । একটা ব্র্যান্ড, একটা বিশ্বাস, সৃজনশীল বিশ্ব তৈরি করতে বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রম করছে একতা ।