কেন্দ্রের তিনটি কৃষি আইনের বিরুদ্ধে প্রায় চার মাস ধরে দিল্লির বিভিন্ন সীমান্তে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তাঁরা। আর তার মাঝেই এ বার কেন্দ্রীয় সরকারকে কড়া বার্তা দিতে আন্দোলনস্থানেই ছেলের বিয়ে দিলেন মধ্যপ্রদেশের কৃষক সংগঠনের এক নেতা। প্রতিবাদের জন্য রেওয়াতে জড়ো হয়েছেন কৃষকরা। আর সেখানেই ১৮ মার্চ ছেলের বিয়ে দেন ওই নেতা।
এই বিয়ের মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে কড়া বার্তা দিতে চেয়েছেন নব দম্পতি। তাঁরা বলেন, "এর মাধ্যমে আমরা বোঝাতে চেয়েছিলাম যে বিক্ষোভের সঙ্গে একই গতিতে চলছে আমাদের জীবন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা হাল ছাড়ব না।"