সেফ খেলার মানুষ তিনি নন। সিনেমার চরিত্র থেকে ফ্যশন স্টেটমেন্ট, সবেতেই পরীক্ষা নিরীক্ষা করতে থাকেন রনভির সিং, যিনি আজকের বার্থডে বয়।
বলিউডের নন ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা তারকারদের একেবারে প্রথম সারিতে জ্বলজ্বল করছে তাঁর নাম। শেষ তিনটে ছবি, পদ্মাভত, সিম্বা, গাল্লি বয়, তিনটেই সুপারহিট। গাল্লি বয়ের জন্য আবার ফিল্ম ফেয়ারে শ্রেষ্ঠ অভিনেতার সম্মানও পেয়েছেন রনভির। পিরিয়ড ছবির কথা ভাবলেই আজকাল আবার পরিচালক-প্রযোজকদের প্রথম পছন্দ তিনি। সব মিলিয়ে বাধা ধরা ছকে যে তিনি ধরা দেবেনই না, তা ঠিকই করে ফেলেছেন রনভির।