২৫ নভেম্বর, দিনটি প্রতি বছর পালিত হয় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস (International Day for the Elimination of Violence against Women)হিসেবে। এ বছরের থিম Orange the World: End Violence against Women Now!
ওয়র্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু জানিয়েছে, প্রতি তিন জন নারীর মধ্যে একজন হিংসা বা যৌন হিংসার শিকার। অতিমারী কালে নারীদের ওপর গৃহহিংসার ঘটনা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে।
১৯৮১ সালে লাতিন আমেরিকায় নারীদের এক সম্মেলনে ২৫ নভেম্বর দিনটিকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালনের ঘোষণা করা হয়। ১৯৯৩ সালে ভিয়েনায় বিশ্ব মানবাধিকার সম্মেলন দিবসটি স্বীকৃতি পায়। দিনটি রাষ্ট্রপুঞ্জের তরফে আনুষ্ঠানিক স্বীকৃতি পায় ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর।