২০২০ সালে লকডাউনের সময় অসহায় মানুষের সহায্যার্থে এগিয়ে গিয়েছিলেন সোনু সুদ। আর করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপটে যখন দেশজুড়ে অক্সিজেন ও হাসপাতালে বেডের আকাল দেখা দিয়েছে, তখনও থেমে নেই তিনি। প্রথমসারিতে দাঁড়িয়ে এখনও সাধারণ মানুষকে হাসপাতালে ভর্তি হতে, অক্সিজেন সরবরাহ করতে ও জীবনদায়ি ওষুধ পৌঁছে দিতে সাহায্য করছেন তিনি। আর এই কাজের মধ্যে দিয়েই শান্তি খুঁজে পান বলে জানিয়েছেন অভিনেতা। তাঁর মতে, ১০০ কোটি একটা ছবির থেকে কাউকে সাহায্য করতে পারাটা অনেক বেশি তৃপ্তির।
গতবছর লকডাউন চলাকালীন পরিযায়ী শ্রমিকদের কষ্ট সহ্য করতে না পেরে এগিয়ে গিয়েছিলেন সোনু। বিমান, বাস ও ট্রেনে করে তাঁদের পৌঁছে দিয়েছিলেন নিজের বাড়িতে। তবে শুধু দেশের মধ্যে নয়, বিদেশের মাটিতে থাকা একাধিক মানুষকে দেশে ফিরতে সাহায্য করেছিলেন তিনি। আর এর মাধ্যমেই ধীরে ধীরে রিল লাইফ ভিলেন ইমেজ ঝেড়ে ফেলে হয়ে উঠেছিলেন রিয়েল লাইফ হিরো। তবে করোনার দ্বিতীয় ঢেউয়ের হাত থেকে মুক্তি পাননি তিনিও। কয়েকদিন আগেই করোনায় আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টিনে ছিলেন। এক সপ্তাহ আগেই করোনা মুক্ত হয়েছেন তিনি। আর তারপরই ফের সাধারণ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সোনু।